শমসের মবিনের পদত্যাগ দলটির জন্য হতাশাব্যাঞ্জক: ওবায়দুল কাদের
Comments are closedবিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিনের পদত্যাগ দলটির নেতিবাচক রাজনীতির হতাশাব্যাঞ্জক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে নোয়াখালীর চৌমুহনীতে চারলেন সড়কের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে একথা বলেন তিনি। এদিকে, শুধু শমসের মবিন চৌধুরীই নয়, আরও অনেক নেতাই বিএনপি থেকে বেড়িয়ে আসবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহামুদ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।