শরণার্থীদের জন্য এক লাখ আশ্রয়স্থল নির্মাণের সিদ্ধান্ত
Comments are closedশরণার্থীদের জন্য শিবিরগুলোতে নতুন করে আরও এক লাখ আশ্রয়স্থল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় দেশগুলো। সিদ্ধান্ত অনুযায়ী গ্রিসে ৫০ হাজার ও বলকান রাষ্ট্রগুলোতে আরও ৫০ হাজার আশ্রয়স্থল নির্মাণ করা হবে। গতকাল সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়ন-ই.ইউ ও বলকান রাষ্ট্রগুলোর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, অব্যাহত শরণার্থীদের চাপ সামলাতে শরণার্থী প্রবাহ বন্ধের বিষয়টিও আলোচিত হয় ওই বৈঠকে।