শরণার্থীদের সাহায্য করতে ইইউ নেতাদের প্রতি জাতিসংঘের আহবান
Comments are closedশরণার্থীদের সাহায্যে ইউরোপীয় ইউনিয়নকে আরও সক্রিয় হওয়ার আহবান জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে, অন্তত দু’লাখ শরণার্থীর পুনর্বাসন নিশ্চিত করার জন্য ইউরোপীয় রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান এন্টোনিও গুটেরিস জানান, চাইলেই ইইউভুক্ত দেশগুলো এইসব শরণার্থীদের পুনর্বাসন করতে সক্ষম। তাদের পুনর্বাসন করতে না পারলে বিশ্বে গৃহহারা মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাবে বলেও হুশিয়ারি করেন তিনি। এসময় তিনি শরণার্থীদের আইনিভাবে বৈধ ভিসাসহ নানা সুযোগ সুবিধা দিতে ইইউ দেশগুলোকে আহবান জানান।
এদিকে, সংকট মোকাবেলায় ইউরোপের দেশগুলো কে কতজন শরণার্থীকে আশ্রয় দেবে, তার কোটা আজ প্রকাশ করা হবে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ ক্লদ জংকার এই কোটা ঘোষণা করবেন। প্রায় ১ লাখ ২০ হাজার শরণার্থীকে কোটার ভিত্তিতে ভাগ করে দেয়া হবে। এর আগে, জার্মান ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল জানিয়েছিলেন প্রতি বছর ৫ লাখ করে আগামী কয়েক বছরে শরণার্থীদের আশ্রয় দিতে সক্ষম তার দেশ।এছাড়া, গেল সোমবার ফ্রান্স ২৪ হাজার এবং ব্রিটেন ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছিলো।