শরনার্থীরা স্লোভেনিয়ায় প্রবেশ করছে
Comments are closedহাঙ্গেরি তাদের সীমান্ত বন্ধ করে দেওয়ার পর হাজার হাজার শরনার্থী এখন ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ায় প্রবেশ করছে। এরিই মধ্যে, শনিবারে প্রায় ২৭শ শরনার্থী দেশটিতে প্রবেশ করেছে। ইউরোপমুখী এসব শরণার্থীর সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী মিরো সেরর বলেছেন, তার দেশ ততক্ষণই শরণার্থীদের প্রবেশ করতে দেবে, যতদিন জার্মানি এবং অস্ট্রিয়া শরণার্থীদের গ্রহণ করবে। এছাড়া, অভিবাসী সংকট মোকাবেলায় পুলিশকে দেশটির সেনাবাহিনী সহায়তা করবে বলেও জানান তিনি।