শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা বিষয়ক বৈঠকে যুগ্ম সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী
Comments are closedআগামী ২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে যুগ্ম সভাপতির দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল মোমেন জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট যোগ দিলেও তাঁদের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে না। তবে, শান্তিরক্ষা বিষয়ক বৈঠকে তাঁদের মুখোমুখি কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।