শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের নতুন সাত অভিযোগ
Comments are closedমধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নতুন করে সাতটি যৌন নির্যাতনের ঘটনা শনাক্ত করা হয়েছে। এরইমধ্যে অভিযুক্ত ১২০ শান্তিরক্ষীকে ব্যারাকে ফিরিয়ে আনা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিবিসির এক সংবাদে জানানো হয়,নতুন ৭টিসহ মোট ২০টি যৌন নির্যাতনের ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ। দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে। যার ৫টিতে যৌন নির্যাতনের শিকার হয়েছে শিশুরা। অভিযুক্ত শান্তিরক্ষীদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো,নাইজের এবং সেনেগালের সদস্যদের নাম রয়েছে।