শাহজালালে জুতোর ভেতর থেকে স্বর্ণের বার উদ্ধার
Comments are closedহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৫৬৩ গ্রাম স্বর্ণের বারসহ মোহাম্মদ ইকবাল এক যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার রহমান জানান, রিজেন্ট এয়ারের একটি বিমান ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। রাত ১২টার দিকে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে অভ্যন্তরীণ রুটের যাত্রী ইকবালের জুতোর ভেতর থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বাজারমুল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন ওই কাস্টমস কর্মকর্তা।