শিগগিরই দেশে ফিরবে চুরি যাওয়া রিজার্ভের অর্থ
Comments are closedযুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে ১৫ মিলিয়ন মার্কিন ডলার শিগগিরই দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ফেরত আনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অর্থ ফেরত আনার শেষ ধাপ হিসেবে পারস্পরিক আইনি সহায়তা অনুরোধের আওতায় বাংলাদেশ ব্যাংকের পক্ষে আগামী ১৬ থেকে ৩০ আগস্টের মধ্যে আদালতে আবেদন করবে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস। এরই মধ্যে এফিডেভিট প্রদান এবং অন্য প্রয়োজনীয় দলিলাদি সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।