শিমুলিয়া – কাওরাকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
Comments are closedঘণ কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া – কাওরাকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে । রাত ৩ টা থেকে শিমুলিয়া থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ । মাঝ পদ্মায় নোঙ্গর করে রেখেছে ১০ টি ফেরি । এতে প্রায় দুই শতাধিক দুর পাল্লার যাত্রীবাহীবাস, ট্রাক ,মাক্রোবাস ও ছোট যান রয়েছে। পারাপারের জন্য উভয় পারে অপেক্ষা করছে আরো দুই শতাধিক পন্য বোঝাই ট্রাক , বাস , ও ছোট ছোট যান । এদিকে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটেও ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যানবাহন ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে ছোট-বড় পাঁচটি ফেরি। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ ।