শীর্ষস্থান ধরে রাখল লিয়েস্টার সিটি
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান ধরে রাখল এবারের মৌসুমে চমক দেখিয়ে চলা লিয়েস্টার সিটি। গতরাতের খেলায় তারা একমাত্র গোলে হারায় নিউক্যাসল ইউনাইটেডকে। এর ফলে সমান ৩০ ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা টটেনহামের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে লিয়েস্টার।