শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
Comments are closed
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের আজকের এ দিনে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। এসময় প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে তারা রেহাই পান শেখ হাসিনা ও শেখ রেহানা। পরবর্তীতে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে যোগ দিতে জন্মভূমিতে ফেরেন শেখ হাসিনা। সেই কাউন্সিলেই তাঁকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতদিনের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। বিকেল ৩ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সস্মেলন কেন্দ্রে আলোচনা সভার আযোজন করা হয়েছে। সকালে শোভাযাত্রা বের করবে দলীয় নেতা-কর্মীরা।