শেষ মুহূর্তে পশুর হাটগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়
Comments are closedশেষ সময় এসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাটগুলো। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন হাটে পশু কিনতে আসছেন ক্রেতারা। অন্যদিকে, হাট সংলগ্ন রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে গরু ছাগল নিয়ে বসেছেন বিক্রেতারা। তবে, দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া, পশুর হাটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।