শেয়ার কারসাজিতে দুজনের তিন বছর কারাদণ্ড
Comments are closedশেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডের শেয়ার কারসাজির ঘটনায় দুজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁদের ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ন কবির আজ এই রায় দেন। পুঁজিবাজার নিয়ে কারসাজির অভিযোগে দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বিডি ওয়েল্ডিংয়ের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল ইসলাম এবং ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক এনায়েত করিম।