শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগামীকাল আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া
Comments are closedদক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকায় আগামীকাল সকাল ৬টায় বর্তমান চ্যাম্পিয়ান চিলির বিপক্ষে মাঠে নামবে নবাগত পানামা। অপরম্যাচে, সকাল ৮টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া। দুটি খেলাই সরাসরি দেখাবে সনি ইএসপিএন। এরই মধ্যে কোপার শততম এ আসরে কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত করেছে মেসি বাহিনী। আর তাই আর্জেন্টাইনদের জন্য কালকের ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। এদিকে,কোপা আমেরিকায় সকালে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে মেক্সিকো । আর এ ড্রয়ের ফলে সি’ গ্রুপ থেকে এ দুদল শেষ আট নিশ্চিত করল। অন্যম্যাচে, জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে সান্ত¡নার জয়ে পেয়েছে উরুগুয়ে ।