সংসদে সংখ্যালগুদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি
Comments are closedইউনিয়ন, পৌর নির্বাচন ও জাতীয় সংসদে সংখ্যালগুদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছ জাতীয় হিন্দু মহাজোট। একই সঙ্গে আলাদা একটি মন্ত্রণালয় স্থাপনেরও দাবি জানিয়েছেন সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ প্রামানিক। দুপুরে রিপোটার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। দাবি মানা না হলে আগামী ১১ ডিসেম্বর দেশব্যাপী মানবন্ধনসহ আরো কঠোর কর্মসূচী নেয়া হবে বলে জানান তিনি।
মুক্তিযোদ্ধাদের চাকুরি থেকে অবসরের বয়স ৬৫ বছর করতে সুপ্রীম কোর্টের দেয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বাধীনতা যোদ্ধা অধিকার ফোরাম। সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোরামের বক্তারা বলেন, বিভিন্ন জটিলতা তৈরি ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের অসহযোগিতার কথা তুলে ধরেন। দাবির যথার্থতা বিবেচনা করে এর রায়ের সুষ্ঠু বাস্তবায়নের জন্যে সরকারের প্রতি আহবান জানায় সংস্থাটি।