সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর ঐক্য গড়ার আহবান প্রধানমন্ত্রীর
Comments are closedসন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং অভিন্ন অবস্থান গ্রহণের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা সফররত অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স-ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহবান জানান প্রধানমন্ত্রী। মুসলিম দেশগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করছে উল্লেখ করে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। ২০১৬ সালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য আগামী ওআইসি সম্মেলনে যোগদানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান ওআইসি মহাসচিব। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে সাক্ষাৎ করেন।