সব সবজিই ৬০ টাকার ওপরে, বেড়েছে মাছ-মাংসের দামও
Comments are closedরাজধানীর কাঁচাবাজারে এখন আগুন। দামের এই আগুনে বেশী পুড়তে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের লোকজনকে। পুঁইশাক ৩০টা। একই দামে বিক্রি হচ্ছে এক আঁটি লাল শাক। ৬০ টাকার নিচে যে কোন সবজিই পাওয়া যায় না। আসাধু ব্যবসায়ীদের লোভের কারণে দামের বিস্তর ফারাক দেখা গেল পাইকারী ও খুচড়া বাজারের মধ্যেও। পটল পাইকারীতে ৪০ আর খুচরায় ৬০ টাকা, আলু পাইকারীতে ২০ টাকা আর খুচরায় ২৮ টাকা, করলার দামও পাইকারী আর খুচরায় পার্থক্য ২০ থেকে ২৫ টাকা। দাম বাড়ার ক্ষেত্রে পিছিয়ে নেই মাছের বাজারও। বর্ষায় সাধারণত মাছের আমদানি ভাল হয়। তাই দামও নাগালের মধ্যে হওয়া উচিৎ। কিন্তু এ ক্ষেত্রে বিক্রেতারা বৃষ্টিকে আর দুষতে পারছেন না। বাজারে গরু ৩৮০ থেকে ৪০০ টাকা কেজি। খাসী সাড়ে চারশ’ আর ব্রয়লার মুরগী কেজি ১৬০ টাকা। তবে দেশী মুরগী খেতে হলে খরচ করতে হবে কমপক্ষে ৩০০ টাকা।