সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই
Comments are closedসমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন রাষ্ট্র্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। গত ৫ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয় মন্ত্রীকে।