সাকা ও মুজাহিদের রিভিউ শুনানী ১৭ নভেম্বর
Comments are closedএকাত্তরের মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের করা রিভিউ আবেদনের শুনানীর জন্য ১৭ই নভেম্বর দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দিন ধার্য করেন। একই সাথে সালাউদ্দিন কাদেরের পক্ষে পাঁচ পাকিস্তানী নাগরিকসহ ৮ জনকে সাফাই সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন খারিজ করেছে দিয়েছে আপিল বিভাগ।