সাকা-মুজাহিদের রিভিউ শুনানি শুরু
Comments are closedমৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর আবেদন শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। অন্য বিচারপতিরা হচ্ছেন, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। দু’জনেরই প্রধান আইনজীবী হিসেবে সর্বোচ্চ আদালতে রিভিউ আবেদন দু’টির শুনানিতে আসামিপক্ষে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একজন উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।