সাগর-রুনি হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা
Comments are closedসাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা রিপোর্টাস ইউনিট। সকালে ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে এই কর্মসূচি ঘোষণা করেন রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।এসময় সংগঠনটির সভাপতি জামাল উদ্দিন বলেন, আগামী ১৫ মার্চ থেকে সাংবাদিকদের মধ্যে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালিত হবে। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে বলে জানান সাংবাদিক এই নেতা। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।