সাফের ফাইনালে উঠল বাংলাদেশ
Comments are closedসাফ অনুর্ধ্ব-১৬ ফুটবলের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের কিশোরদের একমাত্র গোলে হারায় আফগানিস্তানকে। বাংলাদেশ প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে উঠে। ২০১১ ও ২০১৩ সালের আসরে সেমি-ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধের শুরুতে থেকে গোছালো আক্রমণে আফগানিস্তানের রক্ষণভাগে চাপ তৈরি করে বাংলাদেশ। সাদউদ্দিনের নিখুঁত শটে আফগান গোলরক্ষক পরাস্ত হয়। পিছিয়ে পড়া আফগানিস্তান সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠলেও আক্রমণগুলোর কোনোটাই বাংলাদেশের রক্ষণদেয়ালে আঘাত হানতে পারেনি।