সাফ অনূর্ধ্ব-১৬: গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
Comments are closedসাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গ্রুপ-এ থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ১৬ই আগস্ট প্রথম সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বি গ্রুপের রানার্সআপ দলটি। আর তা নির্ধারিত হবে আজ টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আফগানিস্তান ও নেপালের মধ্যে থেকে। সিলেট জেলা স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৫টায়। গতকাল বিকেলে গ্রুপের শেষ ম্যাচে ৩৩ মিনিটে মোহাম্মদ শাওন ভারতের জালে বল পাঠিয়ে মাতিয়ে তোলেন হাজার হাজার দর্শককে। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে রহিম আলীর গোলে ১-১ সমতা ফেরায় সফরকারিরা। ৮৫ মিনিটে আতিকুজ্জামানের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের কিশোরদের।