সারাদেশে অর্ধশতাধিক জামায়াত-শিবির কর্মী আটক
Comments are closedরাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১৬৭ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। গতরাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবি’র সদস্য সন্দেহে সাত জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে ব্রিফিংয়ে ঢাকা মহানগর নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলাম বলেন, নাশকতার অভিযোগে এদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের সহযোগীদের গ্রেপ্তারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।