সারাদেশে পৌর নির্বাচন উত্তাপ শুরু
Comments are closed
শীতের শুরুতে পৌর নির্বাচন সারাদেশে ছড়িয়েছে উত্তাপ। শুরু হয়েছে উৎসবের আমেজ। মনোনয়নপত্র জমার শেষদিন মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা শান্তিপূর্ণভাবে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালযে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ জমা দিয়েছে ২৩৬ মনোনীত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র। মহাজোটের ভেতরে ও বাইরে থাকা বাম দলগুলো এবার সর্বসাকুল্যে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছে ১৫ জনের। এদিকে, ফেনীর তিনটি পৌরসভায় সাধারণ ও সংরক্ষিত মিলে ৪৮টি ওয়ার্ডের মধ্যে ৩৩ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন। যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল না হলে ভোটের আগেই এই ৩৩টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন তারা।