সাড়ে সাত কেজি স্বর্ণসহ আটক ২
Comments are closedহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে সাত কেজি স্বর্ণসহ বাংলাদেশ বিমানের দুই নারী যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। আটক করা জেসমিন আক্তার ও জেরিন বেগমের কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। শুল্ক বিভাগ জানায়, ওই দুই নারী যাত্রী দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে ৬৪টি স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। কোমরে কাপড়ের বেল্টের ভেতর সোনার বারগুলো লুকিয়ে রেখেছিলেন জেসমিন ও জেরিন।