সিআইএ প্রধানের ব্যক্তিগত ইমেইলের তথ্য চুরি
Comments are closedআমেরিকান গুপ্তচর সংস্থা, সিআইএ প্রধান জন ব্রেন্যানের ব্যক্তিগত ইমেইলের তথ্য চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছে সেদেশের কর্তৃপক্ষ। এ জন্য কর্তৃপক্ষ একজন স্কুলছাত্রকে দায়ী করছেন। কর্তৃপক্ষ দাবি করেছে, হ্যাক করে পাওয়া তথ্য নিজের টুইটার একাউন্টে তুলে দিয়েছে ছাত্রটি। তবে,এ ধরণের কোন ঘটনা ঘটেছে কিনা, তা নিশ্চিত না করলেও, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি বা সিআইএ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে।