সিরিয়ায় গণকবরের সন্ধান
Comments are closedসিরিয়ার প্রাচীন নগরী পালমিরায় একটি গণকবর খুঁজে পেয়েছে দেশটির সেনাবাহিনী। গণকবরে এখন পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ মোট ৪০ টি মরদেহ খুজে পেয়েছে তারা। এদের কাউকে শিরশ্ছেদ ও কাউকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে মনে করে দেশটির সরকারি বাহিনী। গত বছর মে মাসে পালমিরা দখল করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসলামিক স্টেট-আইএস। এরপর, স্থানটিতে প্রথম চারদিনে অন্তত চারশ মানুষকে হত্যা করে জঙ্গি সংগঠনটি। একই সঙ্গে, মরুর মুক্তা খ্যাত ঐতিহাসিক স্থানটির বেশ কিছু স্থাপনাও ধ্বংশ করে আইএস। রুশ বিমান বাহিনীর সহায়তায় গেল সপ্তাহে সিরীয় সেনাবাহিনী পূনদখলে নেয় স্থানটি।