সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ভোটগ্রহণ শুরু
Comments are closedসুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের প্রথমদিনের ভোটগ্রহণ শুরু হয়েছে । সকাল থেকে সুপ্রিমকোর্ট আইনজীবীরা ভোট দিচ্ছেন। বার কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বতী করছেন ৩২ প্রার্থী। আইনজীবী সমিতি ভবনের হল শহীদ শফিউর রহমান মিলনায়তন সহ আশে পাশের সকল বারান্দায় ভোট গ্রহণের জন্য বুথ তৈরি করা হয়েছে । নির্বাচনে সভাপতি ও সহ-সভাপতিসহ ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন প্রার্থীরা। এ নির্বাচনে ভোটার সুপ্রিকোর্টের মোট ৫ হাজার ২৮ জন আইনজীবী। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।