সুপ্রীম কোর্টের কার্যতালিকায় নিজামীর আপিল আবেদন
Comments are closedসুপ্রিম কোর্টের আজকের কার্যতালিকায় ১৪ নম্বরে রয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনটির শুনানি। নিজামীর আপিল মামলাটির শুনানি করবেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। এর আগে গত ১৭ ও ১৮ নভেম্বর নিজামীর আপিল শুনানিতে পেপারবুকের কিছু অংশ পাঠ করেন নিজামীর আইনজীবী এস এম শাহজাহান। চলতি বছরের গত ৯ সেপ্টেম্বর নিজামীর আপিল শুনানি শুরু হয়। ২০১৪ সালের ২৯ অক্টোব মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন র বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ে ১৬ অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে নিজামীর ফাঁসির দণ্ড দেয়া হয়।