সুস্থ সু্রাইয়া মায়ের কোলে
Comments are closedমাগুরায় মায়ের পেটে থাকাকালীন সময়ে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে দুপুরে তার মায়ের কোলে তুলে দিয়েছে চিকিৎসকরা। প্রায় ২৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিল শিশুটি। চিকিৎসকরা জানান, শিগগিরি হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে যাচ্ছে সুরাইয়া। ২৩শে জুলাই মাগুরা শহরে যুবলীগের সমর্থক দু’গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় গুলিবিদ্ধ হন অন্তঃস্বত্ত্বা নাজমা খাতুন। এ ঘটনায় মামলা হলেও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছেন ঘটনার হোতা আজিবর ও আলী।