সেন্সরশিপ নয়;ব্লগারদের সুরক্ষা দেওয়ার আহবান
Comments are closedসেলফ-সেন্সরশিপে উৎসাহ দেওয়ার পরিবর্তে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে থাকতে সরকারের প্রতি আহবান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউ। নিউইয়র্কভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনটির ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে আরও বলা হয়, নিহত ব্লগার নীলাদ্রির প্রতি হুমকির ব্যাপারে ব্যবস্থা এবং বিগত দিনে হওয়া খুনের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যর্থতার কথা না বলে পুলিশের মহাপরিদর্শক উল্টো মুক্তমনাদের সতর্ক হয়ে লিখতে বলেছেন। বিষয়টিকে দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।