সেমিফাইনালে ঢাকা মোহামেডান
Comments are closedঅনেকটা চমক দেখিয়েই শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল রাতে চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে কলকাতা মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে তারা। অপরদিকে, দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সলিড এফসিকে ৩-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে ওঠেছে আফগানিস্তানের বাজান এফসি। এর আগে ‘বি’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে সেমিফাইনালের টিকিট পায় আয়োজক ক্লাব চট্টগ্রাম আবাহনী। একই গ্রুপ থেকে ভারতের ইস্টবেঙ্গল ক্লাব হয়েছে চ্যাম্পিয়ন। আগামী মঙ্গলবার প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী খেলবে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন বাজান এফসির বিপক্ষে। আর পরদিন ঢাকা মোহামেডান শক্তিশালী ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে।