স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জিতল ঊর্মি
Comments are closedযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলমান গ্রীষ্মকালীন স্পেশাল অলিম্পিকে মেয়েদের টেবিল টেনিসে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের সাদিয়া ঊর্মি। এছাড়া ১০০ মিটার স্প্রিন্টে রুপা পেয়েছেন স্বর্ণালি সুইটি। ছেলেদের ব্যাডমিন্টনে সোনা জিতেছেন মোহাম্মাদ সরণ। আসর শেষ হবে ২রা আগস্ট।