স্বর্ণপদক জিতলেন মাবিয়া
Comments are closedভারতের পুনেতে ইয়ুথ কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। তিনি স্বর্ণের পাশাপাশি ২টি রৌপ্যপদকও জিতেছেন। বুধবার প্রতিযোগিতার চতুর্থ দিনে ইয়ুথ বিভাগে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে সীমান্ত স্ন্যাচে ৭৮ ও ক্লিন এ্যান্ড জার্কে ৯৮ মোট ১৭৬ কেজি উত্তোলন করে প্রথম হয়েছেন । এদিকে ছেলেদের ইয়ুথ বিভাগে ৬২ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৯০ ও ক্লিন এ্যান্ড জার্কে ১১৫ মোট ২০৫ কেজি উত্তোলন করে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের মুস্তাইন বিল্লাহ।