স্বল্প ব্যয়ে সুপারি চাষ করে লাভবান কৃষক
Comments are closedঅন্যতম অর্থকরী ফসল সুপারি। পানের সঙ্গে মশলা হিসেবে অপরিহার্য একটি উপাদান। বাজারে চাহিদাও অনেক বেশি। সেই চাহিদাকে পূজি করে পঞ্চগড়ে গড়ে উঠেছে সুপারির বাজার। স্বল্প ব্যয়ে সুপারি চাষ করে লাভবান হচ্ছেন জেলার অনেক চাষী। খোরশেদ আলমের পাঠানো তথ্য নিয়ে এবারে একটি ডেস্ক রিপোর্ট।