সড়ক দুর্ঘটনার হার কমছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
Comments are closedদেশে সড়ক দুর্ঘটনার হার কমছে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কুর্মিটোলায় সড়কে ভ্রাম্যমান আদালতের ঝটিকা অভিযানে এসে মন্ত্রী এ কথা বলেন, মন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রবন ১৬৫টি ব্লাক স্পট চিহ্নিত করা হয়েছে।এসময় আগামী ১৫ মার্চের মধ্যে ফুটপাত অবৈধভাবে দখলকারীরা সরে না গেলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।