হকি ফেডারেশনে রদবদল
Comments are closedরদবদল করা হয়েছে বাংলাদেশ হকি ফেডারেশনের । নতুন সহ সভাপতি হয়েছেন খাজা রহমতুল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুস সাদেক। দুপুরে রাজধানীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের বার্ষিক সাধারন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনির প্রধান আবু ইসরাক।আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হকি খেলোয়াড়দের দল বদল অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।