হকি লিগে টানা পঞ্চম জয় উষা ক্রীড়া চক্রের
Comments are closedপ্রিমিয়ার ডিভিশন হকি লিগে টানা পঞ্চম জয় পেয়েছে উষা ক্রীড়া চক্র। গতকাল বিকেলে ওয়ান্ডারার্সকে ৮-২ গোলে হারায় গেলবারের চ্যাম্পিয়নরা। উষার হয়ে পুশকোর কিষো মিমো হ্যাটট্রিক করেন। একই মাঠে অপর ম্যাচে, বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে মেরিনার ইয়াংস ক্লাব।