হরতাল-অবরোধে বিদেশী বিনিয়োগে স্থবিরতা: প্রধানমন্ত্রী
Comments are closedপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের অকারণ আন্দোলনে শুধু সম্পদেরই ক্ষতি হয়নি, আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। তাদের কর্মকাণ্ড বৈদেশিক বিনিয়োগকে অনেকাংশে নিরুৎসাহিত করেছে। দুপুরে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সংসদের অধিবেশন শুরু হয়। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মানবপাচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। এ বিষয়ে কোনো ছাড় না দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।