হামলা চালিয়ে চারশো বন্দিকে মুক্তি দিয়েছে তালেবান যোদ্ধারা
Comments are closedআফগানিস্তানে একটি কারগারে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে কমপক্ষে চারশো বন্দিকে মুক্তি দিয়েছে তালেবান যোদ্ধারা। গতকাল স্থানীয় সময় রাত দুইটায় দেশটির কেন্দ্রীয় শহর গজনির কারাগারে এ হামলা চালানো হয়। গজনির ডেপুটি গর্ভনর মোহাম্মেদ আলী আহমাদী জানান, বোমা হামলায় ঘটনায় জেল থেকে চারশোর মতো কয়েদি পালিয়ে গেছে। এছাড়া হামলায় ৪ নিরাপত্তা বাহিনী সহ ৭ তালেবান নিহত হয়েছে বলেও্ জানান তিনি।