১৫ আগস্টের হত্যাকারীরা সফল হয়নি
Comments are closedপলাশীর প্রান্তরে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে বাংলার আকাশ যে বিভীষিকাময় রাত্রীর সাক্ষী হয়েছিল সে বিভীষিকা আরও ভয়ংকর হয়ে ফিরে এসেছিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট। সেদিন, ভোরে রাতে বাঙালী জাতির ইতিহাসের সবচেয়ে কলংজনক ঘটনাটি ঘটে। নৃশংসভাবে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি শেখ মুজিবুর রহমানকে। কৃষি ব্যাংকের চেয়ারম্যান ইব্রাহিম খালেদ মনে করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে ঘাতকরা চেয়েছিল সদ্য ভূমিষ্ঠ বাংলাদেশের স্বাধীনতাকে ভূলুন্ঠিত করা। কিন্তু ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সফল হয়নি। শত প্রতিকূলতায় মুখেও থুবড়ে পড়েনি বাংলাদেশ। ইব্রাহিম খালেদ মনে করেন, মাথা না নোয়ানোর যে চেতনা ছিল মুজিবের মধ্য, সেই চেতনায় কাজ করে চলেছে দেশবাসী। যার কারণে অর্থনীতিতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার এমার্জিং টাইগার। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ আনোয়ার হুসাইন মনে করেন, বঙ্গবন্ধু যে সাম্য আর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তার পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখনও।