১৫ ও ১৬ নভেম্বর বাংলাদেশ উন্নয়ন ফোরামের সভা
Comments are closedআগামী ১৫ ও ১৬ নভেম্বর বাংলাদেশ উন্নয়ন ফোরাম -বিডিএফ সভার আয়োজন করতে যাচ্ছে সরকার। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন। দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেসবাহ উদ্দীন। তিনি আরও জানান, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করাই হবে এই ফোরোমের প্রধান উদ্দেশ্য। এই ফোরামে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে মোট ৬টি কর্ম অধিবেশন সম্পন্ন করবেন বলেও জানান তিনি।