২০২২ সালের মধ্যে শেষ হবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প
Comments are closedচলতি বছরেই শুরু হবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ। যা শেষ করা হবে, ২০২২ সালের মধ্যে। এর আওতায়, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মাদারীপুর ও ফরিদপুরের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নির্মাণ করা হবে রেলপথ। ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যায়ে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সকালে একনেকের বৈঠকে এটিসহ নয়টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সাংবাদিকদের জানান, উদ্বোধনের দিন থেকেই পদ্মাসেতু দিয়ে যানবাহনের পাশাপাশি রেল চলাচলও শুরু হবে। পরিকল্পনামন্ত্রী আরও জানান,এপ্রিলে দেশে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ছয় এক শতাংশ। যা, মার্চের তুলনায় শূন্য দশমিক শূন্য চার শতাংশ কম।