২১ শে আগস্ট গ্রেনেড হামলা কলঙ্কময় অধ্যায়: মির্জা ফখরুল
Comments are closed২১ শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ন্যাপ আয়োজিত স্মরণ সভায় একথা বলেন মির্জা ফখরুল। ওই ঘটনায় নিহতের আত্মার শান্তিও কামনা করেন তিনি। ফখরুল বলেন, জনগণের নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হতো না। সুন্দরবনসহ আশপাশের প্রাণ-প্রকৃতি ধ্বংসের আয়োজন মেনে নেয়া যায় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।