৪র্থ দিনে খুলনার পাটকল শ্রমিকদের বিক্ষোভ
Comments are closed৫ দফা দাবিতে খুলনায় চতুর্থ দিনের মতো চলছে রাষ্ট্রায়ত্ত ৭টি পাটকল শ্রমিকদের বিক্ষোভ। এতে ৩য় দিনের মতো ভোর ৬টা থেকে শুরু হয়েছে সড়ক ও রেলপথ অবরোধ। আট ঘণ্টার এই অবরোধ শেষ হবে দুপুর ২টায়। গেল সোমবার থেকে পাটকল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ডাকে ধর্মঘট চলছে। এতে বন্ধ রয়েছে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের উৎপাদন। শ্রমিকরা জানান, তাদের ৮ থেকে ৩৬ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে।