৬.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব: বিশ্ব ব্যাংক
Comments are closedচলতি অর্থ বছরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও বাংলাদেশ ৬.৫ শতাংশ অর্জণ করতে পারবে বলে মনে করছেন বিশ্ব ব্যাংক। দুপুরে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদশ উন্নয়ন বিষয়ক সাম্প্রতিক ভাবনা বিনিময় অনুষ্ঠানে এমন মত দেয় প্রতিষ্ঠানটি। বাংলাদেশে এখন রাজনৈতিক স্থিতিশিলতা বিরাজ করলেও অনিশ্চয়তা কাটেনি বলে মনে করছেন বিশ্ব ব্যাংকের কর্মকর্তারা। এসময় সম্প্রতি বাংলাদেশে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমেছে বলেও মন্তব্য করেন তারা।